ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা এমন সময় দেশে প্রত্যাবর্তন করেছেন যখন মৌলিক সাংবিধানিক বাস্তবতাকে অস্বীকার করে সামরিক স্বৈরশাসকরা রাজনৈতিক তাণ্ডব চালিয়েছে, হত্যাকাণ্ড পরিচালনা করেছে। দেশ বিক্রির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। শেখ হাসিনা প্রত্যাবর্তন করে আমাদের এ গণতন্ত্র রাজনৈতিক অধিকার প্রত্যাবর্তন করেছেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পরিচালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক বাবু সজল কুন্ডু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম প্রমুখ।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান
সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ
প্রচার সম্পাদক আব্দুল হামিদ
Address:
70-32 Broadway Jackson heights New York 1137, USA.
Email:
mdhamidusa26@gmail.com usawamileaguenewyork@gmail.com
Phone:
+1 (347) 840 - 4118
All rights reserved by @ usawamileague.org 2021-2023