যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপির সাথে ম্যানহাটনে মিলিনিয়াম হোটেলে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এর আগে ৩০ মে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.সিদ্দিকুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্দেশিত শূন্যস্থান পূরণ পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সে সকল নেতাকর্মীদের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এমপি।এরি ধারাবাহিকতায় আজ ৩১মে শুক্রবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।এসময় ড. হাছান মাহমুদ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমানের ভুয়সী প্রশংসা করেন তিনি বলেন সুন্দর সুশৃংখল একটা মিটিং করার জন্য.আপনি সহ আপনার নেতা কর্মীদেরকে অনেক ধন্যবাদ। তিনি বলেন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে এবং দলের পাশাপাশি মূলধারায় রাজনীতিতে আমাদের নেতা কর্মীদের অংশগ্রহণ করতে হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মাসুদুল হাসান.সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু.সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া (রনেল)সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী. প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ . প্রবাসী কল্যান সম্পাদক নাফিকুর রহমান (তুরান) কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান. সদস্য বদরুজ্জামান (পান্না) সহ অনেকই।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান
সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ
প্রচার সম্পাদক আব্দুল হামিদ
Address:
70-32 Broadway Jackson heights New York 1137, USA.
Email:
mdhamidusa26@gmail.com usawamileaguenewyork@gmail.com
Phone:
+1 (347) 840 - 4118
All rights reserved by @ usawamileague.org 2021-2023