যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্দোগে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
সভার শুরুতে ডক্টর সিদ্দিকুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকচক্র সপরিবারে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান।
বঙ্গবন্ধুকে হত্যার পর তারা দুই বোন দীর্ঘদিন দেশে আসতে পারেননি। ফলে ভারতে নির্বাসিত জীবন যাপনে বাধ্য হন।
অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার জন্যে সর্বস্তরের নেতা-কর্মীর চাওয়ায় ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এজন্যে এই দিনকে সুদূর প্রবাসেও আমরা গুরুত্বের সাথে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে থাকি।এই দিনটি বাঙালির জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন এই দিনে জননেত্রী বাংলাদেশে না আসলে বাংলাদেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হত।তাই আসুন আমরা এই দিনে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত১৭ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক আব্দুল হামিদ।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সভা শুরু করা হয়।এরপর বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডা: মাসুদুল হাসান,লুৎফর করীম,সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন বাবু,দুরুদ মিয়া রনেল,তারিকুল হায়দার চৌধুরী ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল,নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দীন,অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরিফ কামরুল আলম হিরা,প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান,উপদপ্তর আব্দুল মালেক,যুক্তরাষ্ট্র আওযামী লীগের সদস্য সাহানারা রহমান,বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,ইব্রাহীম খলিল শামিম,সাহাদত হোসেন,বুদরুজ্দামান,শামীম আলামিন,শাহ আল শাফি আনসারী,মেহরাজ ফাহমী,মোহাম্মদ আলম সাইফুল, ছাদেকুর বদরুজজামান পান্না,জুলিয়ান চৌধুরী রাহী, মাহফুজুল হাসান টিটু,সাংগঠনিক সম্পাদক,আশরাফ আলী খান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ ইসহাক মোল্লা বাবু,দপ্তর সম্পাদক,আব্দুল মুহিত ,
মোঃ তানভীর কায়সার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াদুজ্জীমান লিটন,যুবলীগ নেতা সেবুল মিয়া, যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান,রায়হান হোসেন প্রমুখ।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান
সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ
প্রচার সম্পাদক আব্দুল হামিদ
Address:
70-32 Broadway Jackson heights New York 1137, USA.
Email:
mdhamidusa26@gmail.com usawamileaguenewyork@gmail.com
Phone:
+1 (347) 840 - 4118
All rights reserved by @ usawamileague.org 2021-2023