নিউইয়র্কে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

নিউইয়র্কে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

আজ নিউইযর্কে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। কোভিড-১৯ এর প্রেক্ষাপটে স্থানীয় নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে জামাইকা স্টার কাবাব পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওযামী লীগ,নিউইয়র্ক মহানগর আওযামী লীগ,যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল পরিষদ যুক্তরাষ্ট্র-এর সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা: মাসুদুল হাসান এবং সভা পরিচালনা করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখ কামাল পরিষদের যুগ্নসাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতার পরিবারের সকল শহীদ সদস্যগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের এর প্রতিষ্ঠাতা সমন্বয়কারী হিল্লোল কাদির বাপ্পা।

প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি

অনুষ্ঠানটিতে বক্তব্য প্রদান করেন যুক্তরাস্ট্র আওযামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী,যুক্তরাষ্ট্র আওযামী লীগের যুগ্নসাধারন সম্পাদক আইরিন পারভিন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,যুক্তরাষ্ট্র আওযামী লীগের গণসংযোগ সম্পাদক কাজী কযেস,অর্থ সম্পাদক মুনসুর খান,যুক্তরাষ্ট্র আওযামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাতেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফরিদ আলম,যুক্তরাষ্ট্র আওযামী লীগের কার্যনির্বাহী সদস্য সরাফ সরকার,আব্দুল হামিদ, নুরুল আফসার সেন্টু,মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এম উদ্দিন আলমগীর,শাইখুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলু,মাহফুজ হায়দার, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ॥

অনুষ্ঠানে প্রধান অতিথির ড, আব্দুস সোবহান গোলাপ বলেন আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশন আন্দোলনের একজন পুরোধা এবং স্পন্দন শিল্পগোষ্ঠী নামে সঙ্গীত সংগঠনসহ অসংখ্য উদ্যোগের সাথে যুক্ত শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে দেশের যুবসমাজকে কাজে লাগাতে চেয়েছিলেন। যুব সমাজের উদ্দেশ্যে বলেন, “একজন দক্ষ সংগঠক, ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শহীদ শেখ কামাল তাঁর নিজস্ব চিন্তাধারা ও সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার করে সদ্য স্বাধীন বাংলাদেশে জাতি গঠনে যে অনন্য ভূমিকা রেখে গেছেন তা যুব সমাজের জন্য এক অনুকরণীয় আদর্শ”।

Spread the love

 

সভাপতি                    ড. সিদ্দিকুর রহমান

সাধারন সম্পাদক      আব্দুস সামাদ আজাদ

প্রচার সম্পাদক          আব্দুল হামিদ