জাতিসংঘের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর ১৯ তারিখ জেএফকে বিমান বন্দরে অবতরণ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস।দিয়েছেন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর প্রস্তুতি গ্রহণ করছেন।

বিগত বছরে, যে ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দলীয় নেতা কর্মীরা দেখা বা কথা বলার সুযোগ ছিল এবার COVID-19 CORONAVIRUS OUTBREAKS এর কারণে কিছুটা বঞ্চিত হতে পারে।
সেপ্টেম্বর ১৯ তারিখে সকাল ১১ টার মধ্যে জেএফকে বিমানবন্দরের ৪ নাম্বার টার্মিনাল এ মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য সকল নেতাকর্মীদের নিজ নিজ ব্যানার সহ উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ড.সিদ্দিকুর রহমান।

¤ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে মাননীয় প্রধানমন্ত্রী “VIRTUAL PRESENCE” এ ভিডিও কনফারেন্স এ আগামী সেপ্টেম্বর ২৪ তারিখ “HOTEL SUITE” থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। স্থান ও সময় পরে জানানো হবে।

¤ বিশ্ব দরবারে বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে বাংলায় PANDEMIC ও বিশ্বের মানব জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষন দিবেন সেপ্টেম্বর ২৪ অথবা ২৫ তারিখে। এ দিনে আগের বছরের মতো UN BUILDING এর সামনে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ।

Spread the love

 

সভাপতি                    ড. সিদ্দিকুর রহমান

সাধারন সম্পাদক      আব্দুস সামাদ আজাদ

প্রচার সম্পাদক          আব্দুল হামিদ