প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর ১৯ তারিখ জেএফকে বিমান বন্দরে অবতরণ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস।দিয়েছেন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর প্রস্তুতি গ্রহণ করছেন।
বিগত বছরে, যে ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দলীয় নেতা কর্মীরা দেখা বা কথা বলার সুযোগ ছিল এবার COVID-19 CORONAVIRUS OUTBREAKS এর কারণে কিছুটা বঞ্চিত হতে পারে।
সেপ্টেম্বর ১৯ তারিখে সকাল ১১ টার মধ্যে জেএফকে বিমানবন্দরের ৪ নাম্বার টার্মিনাল এ মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য সকল নেতাকর্মীদের নিজ নিজ ব্যানার সহ উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ড.সিদ্দিকুর রহমান।
¤ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে মাননীয় প্রধানমন্ত্রী “VIRTUAL PRESENCE” এ ভিডিও কনফারেন্স এ আগামী সেপ্টেম্বর ২৪ তারিখ “HOTEL SUITE” থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। স্থান ও সময় পরে জানানো হবে।
¤ বিশ্ব দরবারে বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে বাংলায় PANDEMIC ও বিশ্বের মানব জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষন দিবেন সেপ্টেম্বর ২৪ অথবা ২৫ তারিখে। এ দিনে আগের বছরের মতো UN BUILDING এর সামনে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান
সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ
প্রচার সম্পাদক আব্দুল হামিদ
Address:
70-32 Broadway Jackson heights New York 1137, USA.
Email:
mdhamidusa26@gmail.com usawamileaguenewyork@gmail.com
Phone:
+1 (347) 840 - 4118
All rights reserved by @ usawamileague.org 2021-2023