বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের জনগণ তাদেরকে চিরতরের জন্য প্রত্যাখ্যান করেছে। নিউইয়র্কে গত ২ মে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত একমত বিনিময় সভায় প্রধানবক্তা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা বলেন। বিপ্লব বডুয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১ মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা। উক্ত সভায় প্রধান বক্তা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিটি সূচকে ১০% ২০% কিছু কিছু ক্ষেত্রে ১০০% এগিয়ে গিয়েছে। বাংলাদেশের অগ্রগতি কেউ আর থামিয়ে রাখতে পারবেনা। যতই ষড়যন্ত্র করা হোক না কোন। বিএনপির শাসন আমলের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন বিএনপির শাসন আমলে বাংলা ভাই সৃষ্টি করে সারা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।ধরে ধরে আওয়ামী লীগের নেতা কর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। তাই বাংলাদেশের জনগণ বিএনপিকে এখন চিরতরের জন্য
প্রত্যাখ্যান করেছে। সারা বাংলাদেশে বিএনপি বলতে কিছু নেই। তারা বাংলাদেশে কিছু করতে পারে না, ষড়যন্ত্র শুরু করেছে প্রবাসে, আপনারা চোখ কান খোলা রাখবেন এবং তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন ফিলিস্তিনিতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। কোথায় তাদের মানবতা, তিনি বলেন নিউইয়র্কে দুইজন বাংলাদেশীকে হত্যা করা হয়েছে কোথায় তাদের আইন-শৃঙ্খলা এবং মানবতা। এছাডাও তিনি বিশ্ব রাজনীতি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সহ বাংলাদেশের উন্নয়ন নিয়ে নেতা কর্মীদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন। উক্ত সভায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি: ডা: মাসুদুল হাসান,সামসুদদিন আজাদ, লুৎফুল করিম, মো: সোলেমান আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নুরুল আমিন
বাবু,দুরুদ মিয়া রনেল,তরিকুল হায়দার চৌধুরী, মোহাম্মদ আলী সিদ্দিকী দপ্তর সম্পাদক, আব্দুল হামিদ প্রচার সম্পাদক, মোহাম্মদ বকতিয়ার, আইন বিষয়ক সম্পাদক,শরিফ কামরুল হিরা অর্থ ও পরিকল্পনা বিষয়কসম্পাদক, মোহাম্মদআশরাফ উদ্দিন শ্রম সম্পাদক, জাহিদ হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জহুরুল ইসলাম ধর্ম সম্পাদক. বীর মুক্তিযোদ্ধা মনসুর খান,কোষাধক্য,নাফিকুর রহমান তুরান প্রবাস কল্যাণ সম্পাদক,আলী হোসেন গজনবী বন ও পরিবেশ সম্পাদক,আব্দুল মালেক উপ দপ্তর সম্পাদক . মেজবা আহমেদ মানবাধিকার বিষয়ক সম্পাদক,ফরিদ আলম শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,যুক্তরাষ্ট্র আওযামী লীগের কার্ষনির্বাহী সদস্য সদস্য: সাহানারা রহমান,নুরুল আফছার সেন্টু,ছাদেকুল বদিউজ্জামান পান্না, নাহিদ রেজা জনি শিকদার,বীর মুক্তিযোদ্ধা সিরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,মো: হুমায়ুন কবির,হারুন অর.রশিদ,সাহাদতহোসেন,সাইফুল ইসলাম,ইসমাইল হোসেন স্বপন, মেহরাজ
ফাহমী,রফিকুল ইসলাম, এবাদুল হক,শাহ আল শফি আনসারী,এমদাদ চৌধুরী সাধারণ সম্পাদক নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ,শাহীন আজমল সাধারণ সম্পাদক নিউইযর্ক স্টেট আওযামী লীগ,সাহানাজ মমতাজ সভাপতি মহিলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা তাহের সভাপতি পেনসেলভিনা স্টেট আওয়ামী লীগ, হুমায়ুন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ।এছাডাও সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান
সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ
প্রচার সম্পাদক আব্দুল হামিদ
Address:
70-32 Broadway Jackson heights New York 1137, USA.
Email:
mdhamidusa26@gmail.com usawamileaguenewyork@gmail.com
Phone:
+1 (347) 840 - 4118
All rights reserved by @ usawamileague.org 2021-2023